ঢাকা বিশ্ববিদ্যালয় :
আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণ যোগ্য করতে ১০ দফা প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রোববার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা ঘোষণা করা হয়।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির অভিজ্ঞতার পর এবার নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
তাদের দাবি’র মধ্যে রয়েছে—ক্যাম্পাসে প্রবেশে নিরাপত্তা জোরদার করা, তবে প্রবেশ পথ বন্ধ না করা; মহিলা ভোটারদে’র আইডি যাচাইয়ে নারী শিক্ষিকাদে’র সম্পৃক্ত করা; পোলিং অফিসা’র নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা; ভোট গ্রহণে’র সময় বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো; পোলিং এজেন্টদে’র প্রবেশাধিকা’র নিশ্চিত করা; সাংবাদিক ও এজেন্টদে’র জন্য নির্দেশিকা প্রকাশ; ভোটকেন্দ্রে’র বাইরে শৃঙ্খলা রক্ষায় শিক্ষক-কর্মকর্তাদে’র দায়িত্ব দেওয়া; গুজব রোধে কঠোর ব্যবস্থা; পর্যবেক্ষক ও এজেন্টদের বিশ্রামের ব্যবস্থা রাখা এবং অনিয়ম হলে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিহিতার আওতায় আনা।
শিক্ষক নেটওয়ার্কে’র মতে, এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে নির্বাচনে শিক্ষার্থীদে’র আস্থা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।












