নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে’র (বাকৃবি) শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আবারও রেলপথ অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা’র দিকে বিশ্ববিদ্যালয়ে’র আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নিলে ঢাকা–ময়মনসিংহ রুটে’র ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সকালে যাত্রী’রা চরম দুর্ভোগে পড়েন।
এর আগে’র দিন সোমবারও একই দাবিতে রেললাইন অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। দাবি’র ব্যাপারে আশ্বাস পাওয়া সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামেন বলে জানিয়েছে আন্দোলনকারী’রা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি
🔹 বহিরাগতদে’র হামলার তদন্ত ও দোষীদে’র বিচার
🔹 ক্যাম্পাসে শিক্ষার্থীদে’র নিরাপত্তা নিশ্চিত
🔹 ২৪ ঘণ্টা হোস্টেলে’র নিরাপত্তা ব্যবস্থা
🔹 বিশ্ববিদ্যালয় প্রশাসনে’র জবাবদিহিতা
🔹 জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা
🔹 শিক্ষার্থীদে’র অংশগ্রহণে তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীদের বক্তব্য
এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন—
“আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
ট্রেন চলাচলে প্রভাব
এই অবরোধে’র কারণে ঢাকা–ময়মনসিংহ রুটে’র অন্তত ৩টি ট্রেন লাইনে আটকে পড়ে। যাত্রীরা ঘণ্টা’র পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন, যার ফলে পুরো রুটে শিডিউল বিপর্যয় দেখা দেয়।
প্রশাসনের অবস্থান
বিশ্ববিদ্যালয় প্রশাসনে’র পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদে’র সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।












