ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে’র ত্রিশাল উপজেলা’র রামপুর ইউনিয়নের বিররামপুর ভাটিপাড়া এলাকায় রাস্তা’র নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় একটি গার্মেন্টস কারখানার শত শত শ্রমিক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে প্রায় ১৫০০ শ্রমিক এই অবরোধে অংশ নেন।
স্থানীয়দে’র অভিযোগ, ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন পথচারীরা ও শ্রমিকরা। রাস্তার এই অংশে কোনো স্পিড ব্রেকার না থাকায় ঝুঁকি বেড়েই চলেছে।
‘প্রাণ হাতে করে কাজে যাই’
জে.ও.সি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সুসিং বলেন,
“আমরা বহুবার স্থানীয় ইউপি সদস্য ও প্রশাসনে’র কাছে লিখিত ও মৌখিক ভাবে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। শ্রমিকদে’র জীবন হুমকি’র মুখে।”
একজন শ্রমিক মোজাম্মেল হক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রতিদিন প্রাণ হাতে নিয়ে রাস্তা পার হতে হয়। আগে বহু সহকর্মী দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের ন্যায্য দাবি জানাতে সড়কে নেমেছি।”
যান চলাচলে চরম বিঘ্ন
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সড়ক অবরোধে’র ফলে ত্রিশাল-বালিপাড়া সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যাত্রী ও চালকদে’র পড়তে হয় চরম দুর্ভোগে। বিভিন্ন যানবাহন আটকে পড়ে এক কিলোমিটার এলাকা জুড়ে।
প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
পরে স্থানীয় প্রশাসনে’র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদে’র সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন,
“হাইওয়ে রোডে স্পিড ব্রেকার স্থাপন সাধারণত ঝুঁকিপূর্ণ হলেও, এই এলাকায় গার্মেন্টস শ্রমিকদে’র নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
🔍 মূল দাবি:
সড়কে অতিরিক্ত গতি’র যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার স্থাপন।
শ্রমিকদে’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।










