স্টাফ রিপোর্টার | সুতিয়া নিউজ:
রবিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ও প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম।
বক্তারা শিক্ষকদের সমাজ গঠনের অগ্রণী ভূমিকা তুলে ধরে বলেন, “একজন ভালো শিক্ষকই একটি প্রজন্মকে আলোকিত করতে পারেন। শিক্ষা উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
অনুষ্ঠানে ত্রিশালের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শিক্ষক দিবস উপলক্ষে কৃতিত্বপূর্ণ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।











