ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল উপজেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশাল পৌর শহরের দরিরামপুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল শাখার আহ্বায়ক ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর খালেদ মাহমুদ, জেলা শাখার সাধারণ সম্পাদক বিপিন সজিব, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল বিভাগের মোমিন তালুকদার এবং ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম।
এ সময় ত্রিশাল শাখার অন্যান্য সদস্য ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
📸 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।











