স্টাফ রিপোর্টার | ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশে বিলম্বে’র প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার দুপুরে নগরী’র বিভিন্ন এলাকায় সংগঠনটি’র নেতাকর্মীরা সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভকারী’রা অভিযোগ করেন, ভোট শেষ হওয়ার পরও অযথা সময়ক্ষেপণ করে ফলাফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে। তারা দাবি করেন, এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা’র অপচেষ্টা চলছে।
শিবির নেতারা বলেন, শিক্ষার্থীদে’র প্রত্যাশিত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হলে তারা কঠোর আন্দোলনে’র কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ সময় মিছিল থেকে দ্রুত ফল প্রকাশ ও শিক্ষার্থীদের ভোটাধিকা’রকে সম্মান জানানো’র আহ্বান জানানো হয়। পরে পুলিশি তৎপরতায় বিক্ষোভকারী’রা সরে যায়।












