নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রথম আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। মোট ১১ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গতকাল (সোমবার) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে আদালত সোমবার সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেন।
এজাহারে আসামিদের মধ্যে রয়েছেন—সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, রেজভী আহমেদ ফরহাদ, নজরুল শেখ, ডেভিড, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ এবং গৃহকর্মী আবুল হোসেন খান। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, “শোকর আলহামদুলিল্লাহ, আমি জানতাম সত্যের জয় হবেই। ২৯ বছর ধরে আমি বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করেনি—তাকে খুন করা হয়েছে। আল্লাহ আমাকে এত বছর শক্তি দিয়েছেন যেন আমি ন্যায়বিচারের শেষ পর্যন্ত লড়তে পারি।”
তিনি আরও বলেন, “যারা ইচ্ছাকৃতভাবে মামলাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চেয়েছিল—যেমন পিবিআই কর্মকর্তা বনজ কুমার এবং পিপি আবু আব্দুল্লাহ—তাদের বিরুদ্ধেও আমি বিচার চাইব।”











