ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জমকালো আয়োজনে’র মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ । জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘তারুণ্যে’র উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে’র উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা ওড়ানো’র পর বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলায় ফুটবলকে আরও জনপ্রিয় করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করা’র লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলা’র বিভিন্ন উপজেলা ও ক্রীড়া সংগঠনে’র মোট কয়েকটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়’রা চমৎকার খেলা প্রদর্শন করেন। দর্শকেরা খেলা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।











