আন্তর্জাতিক ডেস্ক: লেবার ডে উইকেন্ডে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত গুজব-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি মারা গেছেন! ভুয়া সিএনএন গ্রাফিক্স থেকে শুরু করে বিভিন্ন পোস্টে এই খবর দ্রুত ভাইরাল হয়। মুহূর্তেই ট্রেন্ড হয় হ্যাশট্যাগ #TrumpIsDead ও #WhereIsTrump। তবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজেই সংবাদ সম্মেলনে এসে এই গুজবের জবাব দেন ট্রাম্প।
“মৃত নই, খুবই সক্রিয় আছি” -ট্রাম্প
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন-
“আমি নিজেই অবাক হয়েছি শুনে যে আমার মৃত্যুর খবর ছড়িয়েছে। এটা সম্পূর্ণ ভুয়া। আমি তো সাক্ষাৎকার দিয়েছি, এমনকি আমার ক্লাবেও গিয়েছি। দুই দিন প্রকাশ্যে না থাকলেই কেউ যদি আমাকে মৃত ঘোষণা করে, সেটা আসলেই হাস্যকর।”
তিনি আরও বলেন, মার্কিন গণমাধ্যমে’র একটি অংশে’র এখন আর কোনো বিশ্বাস যোগ্যতা নেই।
তুলনায় বাইডেনকে টেনে সমালোচনা
ট্রাম্প গুজব নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে টেনে সমালোচনা করেন। তিনি বলেন-
“আমি মাত্র দুদিন প্রকাশ্যে ছিলাম না, তাই এত হইচই। অথচ বাইডেন মাসে’র পর মাস কিছু না করলেও কারও মাথাব্যথা হয় না।”
গুজবের পেছনের আসল কারণ
রাজনৈতিক বিশ্লেষকদে’র মতে, গুজব ছড়ানো’র পেছনে দুটি প্রধান কারণ ছিল-
- স্বাস্থ্য নিয়ে জল্পনা: সাম্প্রতিক সময়ে ট্রাম্পে’র হাতে-পায়ে ফোলাভাব ও দাগ দেখা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি আসলে রক্ত সঞ্চালন জনিত সমস্যা (CVI) এবং অ্যাসপিরিন খাওয়ার কারণে সহজেই রক্ত জমে যাওয়া।
- দুই দিনের অনুপস্থিতি: লেবার ডে ছুটিতে তিনি প্রকাশ্যে তেমন দেখা দেননি। আর সেটাই গুজবে’র আগুনে ঘি ঢেলেছে।
চিকিৎসকদের ব্যাখ্যা
হোয়াইট হাউসে’র চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য স্থিতিশীল। দাগ ও ফোলাভাব বড় কোনো সমস্যার কারণে নয়, বরং স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া।
ভুয়া তথ্যের ছড়াছড়ি
- ভাইরাল হওয়া সিএনএন স্ক্রিনশট ছিল ভুয়া।
- কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম ট্রাম্পের মৃত্যুর খবর প্রকাশ করেনি।
- নিজেই ট্রাম্প তার সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন-
“NEVER FELT BETTER IN MY LIFE” (আমার জীবনে এত ভালো কখনও লাগেনি)।
সারকথা
গুজব ছড়িয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো যথেষ্ট সক্রিয়। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি স্পষ্ট করেছেন-ভুয়া খবরের ওপর ভরসা না করে যাচাই করে বিশ্বাস করতে হবে।











