স্টাফ রিপোর্টার | ঢাকা
এক ঐতিহাসিক রায়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্ট সোমবার সংবিধানে’র সংশোধিত ১১৬ অনুচ্ছেদকে অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের মূল ধারা পুনর্বহাল করেছে।
ফলে এখন থেকে বিচারকদে’র নিয়োগ, বদলি, ছুটি অনুমোদন ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত সব কর্তৃত্ব আর প্রশাসনে’র হাতে নয়, বরং সরাসরি সুপ্রিম কোর্টে’র অধীনে থাকবে।
তিন মাসের মধ্যে সচিবালয় গঠনের নির্দেশ
রায়ে বলা হয়েছে, আগামী তিন মাসে’র মধ্যে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে, যা প্রশাসনিক কাজগুলো দেখাশোনা করবে। একইসঙ্গে ২০১৭ সালে’র বিচারকদে’র শৃঙ্খলাবিধি অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত।
বিচার বিভাগের স্বাধীনতার নতুন অধ্যায়
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় বাংলাদেশে’র বিচার বিভাগে’র স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পথে একটি মাইলফলক। আদালত এখন আর প্রশাসনিক চাপে’র অধীনে থাকবে না, ফলে বিচার ব্যবস্থায় সাধারণ মানুষে’র আস্থাও আরও বাড়বে।











