মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, রোববার

মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—
নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মো. আইয়ুব খান
তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।


রায়ের বিবরণ

আদালত আসামি নূর মোহাম্মদ খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।
একইভাবে মো. আইয়ুব খানকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর আদালত তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন


আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ

রায় ঘোষণার পরপরই আদালত ভবনের বারান্দায় আসামি নুরু ও তার বোন বাপ্পি নিহতের ছেলে শাওন খানকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

নিহতের ছেলে শাওন খান অভিযোগ করে বলেন,

“আসামিরা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আমাকে আদালতের বারান্দায় মারধর করেছে। আমরা ন্যায়বিচার চাই।”


ঘটনার পটভূমি

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে
২০১৭ সালের ৪ জুন দুপুরে সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের আ. ছামাদ বাজারে যাওয়ার পথে
আসামিরা তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে

নিহত আ. ছামাদ স্থানীয় মৃত হাছেন উদ্দিনের ছেলে
ওই ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয় এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ যাচাই শেষে আদালত আজ দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নাসিম আখতার বলেন,

“আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আদালতের রায়ে সন্তুষ্ট।”

বাদী আরিফ হোসেন বলেন,

“আমার বাবাকে ওরা কুপিয়ে খুন করেছে। আজ আদালত দুইজনকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু আমি তাদের ফাঁসি চাই।”


সূত্র: আদালত রায়পত্র, রাষ্ট্রপক্ষ, স্থানীয় সাংবাদিক

Related Posts

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার |ময়মনসিংহঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে দায়িত্বশীলতার পরিপন্থী আচরণের ঘটনায় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা.ধনদেব বর্মনকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি…

Continue reading
ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:মালয়েশিয়া’র সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মুনতাসির ফাহিম (২২) নিজ গ্রামে চার মাসে’র ছুটিতে এসেছিলেন। আগামী শনিবার তাঁর আবার ক্যাম্পাসে ফেরা’র কথা ছিল। ২৫ ডিসেম্বর থেকে শুরু হতো নতুন…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু