চলমান মামলার পরও স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা যায়, জমি বিরোধের প্রেক্ষিতে আদালতে মামলা নম্বর ১৩৭৫/২৫ চলমান রয়েছে। এই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি নোটিশ জারি করা হয় এবং শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি সাইফুল হুদা জোরপূর্বক নালিশকৃত ওই জমিতে দোকান ঘর নির্মাণ করছেন। যদিও জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রনি মিয়া ও জাবেদ মিয়া পক্ষের সঙ্গে বিরোধ চলছে।
সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। অভিযোগ রয়েছে, সাইফুল হুদা বারবার উক্ত জমিতে প্রবেশ করে, তালা লাগিয়ে রাখে এবং প্রতিপক্ষকে খুন–জখমের হুমকি দেয়।
এমতাবস্থায় জমির দখল ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আদালত নির্দেশ দিয়েছেন— কেন তাদের বিরুদ্ধে তফসিলভুক্ত ভূমিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, সে বিষয়ে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও কোর্টের মোহরযুক্ত এই আদেশে স্থানীয় প্রশাসনকে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখিত তথ্য অনুযায়ী— মৌজা: ধানীখোলা খতিয়ান নং: BRS-৮৬৫০ দাগ নং: ২৯-২৯৩৪২ জমির পরিমাণ: ০১ শতাংশ (সাবেক ১১৪৮৯) আদেশের শারক নাম্বারসমূহ: ৩৩১৭ তাং ১৬/১০/২৫ — এ/সি (Land), ত্রিশাল ৩৩১৮ তাং ১৬/১০/২৫ — অফিসার ইন-চার্জ, ত্রিশাল থানা ১৬০৩ তাং ১৬/১০/২৫ — আসামীদের প্রতি আদালতের সমন
এ বিষয়ে এলাকাবাসী বলেন, “দীর্ঘদিনের বিরোধ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।”










