স্পোর্টস ডেস্ক | সুতিয়া নিউজ
দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ থাকায় ভারত-পাকিস্তান লড়াই এখন সীমাবদ্ধ এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টেই। এই বিরল দ্বৈরথকে ঘিরে সবসময় উন্মাদনা থাকলেও সাম্প্রতিক বছরগুলোয় পাকিস্তান মাঠে উপযুক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে রোমাঞ্চ থাকলেও বেশিরভাগ সময় জয় এসেছে ভারতের ঝুলিতে।
ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
১৯৮৪ সালে এশিয়া কাপের যাত্রা শুরুর পর এটাই প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ।
দুবাইয়ের ২৮ হাজার আসনের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। ম্যাচের আগে ভারতজুড়ে বয়কটের দাবি উঠলেও ফাইনাল ঘিরে সেই বিরোধ চাপা পড়ে গেছে।
পরিসংখ্যানের লড়াই
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে।
এর মধ্যে ভারত জিতেছে ১২ বার,৩ বার।
পাকিস্তানের দুটি জয় এসেছে দুবাইতেই, তবে এবারের আসরে একই ভেন্যুতে তারা ভারতের কাছে দু’বার হেরেছে।
সর্বশেষ ২০২২ সালের এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তান ভারতের বিপক্ষে জয় পেয়েছিল।
এশিয়া কাপ রেকর্ড
ভারত সর্বোচ্চ ১১ বার ফাইনাল খেলেছে, এর মধ্যে ৭।
পাকিস্তান ফাইনাল খেলেছে ৫ বার, শিরোপা জিতেছে ২০।
টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের এখনো শিরোপা নেই।
২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ জয়ী হয়েছিল ভারত, আর ২০২২ আসরের ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আজকের ম্যাচের প্রেক্ষাপট
ভারতের ধারাবাহিক আধিপত্যের বিপরীতে পাকিস্তান শিরোপা খরা কাটাতে মরিয়া। তবে সাম্প্রতিক রেকর্ড ও পরিসংখ্যান ভারতকেই এগিয়ে রাখছে।
আজকের এশিয়া কাপ 2025ফাইনাল খেলাটি দেখতে ভিজিট করুন –https://www.sutianews.com/live-cricket/












