নিজস্ব প্রতিবেদক:
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বান্দরবানের থানচি এবং মেহেরপুরে।
নতুন ব্যাটালিয়ন গঠনের অংশ হিসেবে বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনটি পরিচালকের পদ ছাড়াও অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক ৩টি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি ১,২২১টি এবং অন্যান্য বেসামরিক পদসহ মোট ২,২৫৮টি পদ তৈরি করা হয়েছে।
বর্তমানে বিজিবির জনবল ৫৭ হাজার ৪৭৭ জন। নতুন পদ যুক্ত হলে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি আদেশের নির্দেশনা অনুযায়ী পদগুলো কার্যকর করতে হবে এবং যেসব পদ বিদ্যমান নিয়োগবিধিতে নেই, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা জোরদার ও টহল কার্যক্রম বৃদ্ধির অংশ হিসেবে এই নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এছাড়া বর্ডার গার্ড হাসপাতালের জন্যও ৩২টি নতুন পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।










