আন্তর্জাতিক ডেস্ক: নেপালে’র অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে দেশটি’র ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন তিনি।
রাষ্ট্রপতির কার্যাল’য় জানায়, সুশীলা কার্কির নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে। রাজনৈতিক অস্থিরতা নিরসন ও গণআন্দোলনে’র চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শপথ অনুষ্ঠানে নেপালে’র প্রেসিডেন্ট, বিভিন্ন রাজনৈতিক দলে’র নেতা ও কূটনৈতিক কোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদে’র মতে, সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণ নেপালের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায় সূচনা করবে। তবে স্বল্প সময়ে নির্বাচন আয়োজন, রাজনৈতিক দলগুলো’র ঐক্য এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা তার সরকারে’র সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।











