শিশুদের ওষুধে অনুমোদিত সীমার চেয়ে ৫০০ গুণ বেশি ডায়াথিলিন গ্লাইকোল, ১৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতের তিনটি শিশুদের কফ সিরাপ সম্পর্কে গুরুতর সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের এক বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি নির্ধারিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে।
এই তিনটি সিরাপ হলো—
1️⃣ কোল্ডরিফ (Coldrif) – উৎপাদক: ShreSan Pharmaceutical
2️⃣ রেসপিফরেশ টিআর (Respifresh TR) – উৎপাদক: Rednex Pharmaceutical
3️⃣ রিলাইফ (Relyfe) – উৎপাদক: Shape Pharma
ডব্লিউএইচও জানিয়েছে, এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হলেও এতে থাকা ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা শিশুদের দেহে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। অতিমাত্রায় এই রাসায়নিক গ্রহণে কিডনি বিকল, লিভার ক্ষতি ও মৃত্যু পর্যন্ত হতে পারে।
গত আগস্ট মাসে ভারতের বিভিন্ন প্রদেশে কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ শিশু মারা যায়।
এর আগে, ২০২৩ সালে ভারতের আরেক ওষুধ কোম্পানির কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার ১৪১ শিশু প্রাণ হারায়।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তা আমলে নিয়েছে এবং ওষুধের মাননিয়ন্ত্রণ ব্যবস্থায় আরও কঠোরতা আনার উদ্যোগ নিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে আহ্বান জানিয়েছে, উল্লিখিত সিরাপগুলো যেন অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়া হয় এবং কোনোভাবেই শিশুদের সেবনের জন্য ব্যবহার না করা হয়।










