স্টাফ রিপোর্টার | বাকৃবি
রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র মিছিল নিয়ে শিক্ষার্থীরা আব্দুল জব্বার মোড়ে পৌঁছান এবং বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন, যেমন: “সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস”, “এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার”, এবং “সময় চাই, যৌক্তিক সময় চাই”। শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, “পূর্বের বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হতো, এ বছর নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের যৌক্তিক দাবি।”
আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, “লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় দিতে হবে। পিএসসি যদি স্বৈরাচারী আচরণ চালায়, আমরা অবরোধ চালিয়ে যাব।”
ট্রেন যাত্রী আব্দুল কাদের জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলেও জনদূর্ভোগ যেন না হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে নজর দিতে হবে। তিনি বলেন, “প্রায় দুই ঘণ্টা ট্রেনে আটকা পড়েছি, যা বিরক্তিকর।”
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, আলোচনা শেষে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।












