১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবল উন্নয়নের স্বপ্ন আবারও ধাক্কা খেলো। ফিফার সদ্য প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল অবস্থান করছে ১৮৪তম স্থানেই। জুলাই মাসে অবস্থান যেমন ছিল, সেপ্টেম্বরে তা অপরিবর্তিত রয়ে গেছে।
ফিফা উইন্ডোয় নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্র করে জামাল ভূঁইয়ারা। কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ ম্যাচে লড়াকু খেলা হলেও গোলের দেখা পায়নি কোনো দল। নেপাল বর্তমানে র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে, তাদের অবস্থান ১৭৬তম স্থানে।
বিশ্লেষকদের মতে, ম্যাচে ডিফেন্সিভ সংগঠন কিছুটা দৃঢ় থাকলেও আক্রমণভাগের দুর্বলতা ফের চোখে পড়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ বরাবরের মতোই গোল খরায় ভুগছে। এর ফলে ইতিবাচক ফলাফল এলেও র্যাংকিং উন্নতির সুযোগ হাতছাড়া হচ্ছে।
আসন্ন অক্টোবর উইন্ডোয় বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে লাল-সবুজরা। এ ম্যাচগুলোতে ভালো ফলাফল না আনতে পারলে র্যাংকিংয়ে আরও পিছিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের ফলাফলের ভিত্তিতেই র্যাংকিং নির্ধারিত হয়। তাই প্রতিটি ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলার পাশাপাশি আক্রমণভাগে গোল করার সক্ষমতা বাড়াতে পারলেই পরিবর্তন আসবে র্যাঙ্কিংয়ে।
ফিফা আগামী ২৩ অক্টোবর নতুন র্যাংকিং প্রকাশ করবে। সেদিনের তালিকায় বাংলাদেশ উপরে উঠতে পারবে কি না, এখন তা নির্ভর করছে হংকংয়ের বিপক্ষে আসন্ন লড়াইয়ের ফলাফলের উপর।











