স্টাফ রিপোর্টার:
নির্বাচন পরিচালনা বিধিমালা (২০০৮) সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশোধিত প্রতীক তালিকায় নতুনভাবে ‘শাপলা কলি’ প্রতীক সংযোজন করা হয়েছে, যা রাজনৈতিক দলসমূহের জন্য প্রযোজ্য হবে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। দলটি প্রতীকটি পেতে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার আবেদন জানিয়েছিল বলে সূত্রে জানা গেছে।
প্রসঙ্গ:
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতীক বরাদ্দ ও নিবন্ধন নিশ্চিত করতে হয়। প্রতীক যুক্ত হওয়ায় আগাম নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির জন্য নতুন সুযোগ তৈরি হলো।










