আন্তর্জাতিক ডেস্ক: নেপালে রাজনৈতিক অস্থিরতা’র মধ্যেই ইতিহাস সৃষ্টি হলো। দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি-কে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে দেশটি’র প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ে’র পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে শপথ অনুষ্ঠান হওয়া’র কথা রয়েছে। শপথ শেষে তিনি নতুন সরকারে’র দায়িত্ব নেবেন।
কার্কি এর আগে নেপালে’র প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবং গণআন্দোলনে’র দাবির মুখে তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’র দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদে’র মতে, সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণ নেপালে’র রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।










