আঞ্চলিক সংবাদ | সুতিয়া নিউজ:
ময়মনসিংহের ত্রিশালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর আ.ন.ম. আব্দুলাহীল বাকী নোমান এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম।
গত ৫ অক্টোবর (শনিবার) ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে জেলা আমীর আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেন।
এ সময় জেলা আমীর বলেন, “জামায়াতে ইসলামী জনসেবার রাজনীতিতে বিশ্বাসী। আমরা ত্রিশালের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করব।”
রুকন সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।










