ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে অলহরি টানপাড়া, মৌলভীর ঘাটপাড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জয়নাল আবদীন
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল-১৫১) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবদীন।
সভায় সভাপতিত্ব করেন মঠবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন
এসময় উপস্থিত ছিলেন—
- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন,
- উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুললফিকার হায়দার ভুট্টো,
- উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন,
- বিএনপি নেতা আব্দুল মালেক মেম্বার,
- ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. হুমায়ূন কবির,
- উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আহমেদ রোমান,
- বিএনপি নেতা শফিকুল ইসলাম,
- ছাত্রনেতা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।
তারা বলেন, জনগণ এখন পরিবর্তন চায়, এবং এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।










