ময়মনসিংহ প্রতিনিধি:
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পাঁচ দফা দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামী।
সভায় জানানো হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম।
ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ত্রিশাল আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহসেক্রেটারি মামুনুর রশিদ ফরাজী, জেলা জামায়াতের সহসভাপতি কামরুজ্জামান শাকিল, ও ত্রিশাল পৌর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে।










