স্টাফ রিপোর্টারঃ হেফাজতে ইসলামে’র সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক নতুন করে রাজনৈতিক বিতর্কে’র জন্ম দিয়েছেন। তিনি জানিয়েছেন, জাতীয় পার্টি (জাপা) ও ক্ষমতাসীন মহাজোট ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।
তার অভিযোগ
মামুনুল হকে’র ভাষ্য অনুযায়ী, জাপা এখনও সামরিক শাসনে’র ধারাবাহিকতা বহন করছে এবং ১৪ দল জনগণে’র স্বার্থে’র পরিবর্তে ক্ষমতাকে কেন্দ্র করে সক্রিয় থাকে। তার দাবি, এ ধরনে’র দলগুলো গণতন্ত্রকে শক্তিশালী করার বদলে দুর্বল করে তুলছে।
গণতন্ত্র ও ইসলামপন্থী রাজনীতি প্রসঙ্গে
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশে প্রকৃত গণতান্ত্রিক চর্চা ও ইসলামপন্থী রাজনীতিকে অবরুদ্ধ রাখা হয়েছে। অথচ যেসব রাজনৈতিক দল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, তাদে’র বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
মামুনুল হকে’র এই মন্তব্যে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদে’র মতে, তার এই অবস্থান মূলত প্রধানধারা’র রাজনীতি’র বাইরে ইসলামপন্থী শক্তিকে জায়গা করে দেওয়ার কৌশল হিসেবেই দেখা যেতে পারে। তবে এই দাবি কতটা বাস্তবসম্মত বা গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।










