প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আন্তর্জাতিক সংবাদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বিরতিতে এক বৈঠকে ভারতের প্রতি তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত বছর দেশের গণবিপ্লবকে ভারত ইতিবাচকভাবে নেয়নি, যার ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এছাড়া আঞ্চলিক জোট সার্ক পুনর্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে অভিযোগ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ভারতের নানা কূটনৈতিক ব্যর্থতার কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক মাস আগে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত এই সার্জিও গোরের সামনে ড. ইউনূস বলেন:
“গত বছর ছাত্ররা যে গণবিপ্লব পরিচালনা করেছে, ভারত তা পছন্দ করেনি। এর ফলে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। ভারতের বিভিন্ন মিডিয়ায় ভুয়া খবর প্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে যে, গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামি আন্দোলন।”
শেখ হাসিনার ভারতীয় আশ্রয় ও সীমান্ত উত্তেজনা
ড. মুহাম্মদ ইউনূস আরও অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশে সমস্যা সৃষ্টি করছেন। তিনি বলেন:
“ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উত্তেজনা সৃষ্টি করেছে।”
সার্ক জোট ও আঞ্চলিক সম্পর্ক
ড. ইউনূস অভিযোগ করেন, ভারতের কারণে সার্ক জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তিনি বলেন:
“সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনৈতিক মনোভাব এ আঞ্চলিক জোটের সঙ্গে মানানসই নয়।”
তিনি এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ জোট আসিয়ানে (ASEAN) যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সার্ক ও বিমসটেক: ভারতের অগ্রাধিকার পরিবর্তন
সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনের পর ২০১৬ সালের সম্মেলনটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সফর বাতিল করে। এর পর থেকে সার্ক কার্যত নিষ্ক্রিয়।
ভারত পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমসটেক জোটকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিমসটেকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: এনডিটিভি, আন্তর্জাতিক সংবাদ
প্রতিবেদন: [Sutia News] আন্তর্জাতিক বিভাগ
সম্পাদনা: [sutia news]
ট্যাগসমূহ:
ভারত, ড. মুহাম্মদ ইউনূস, সার্ক, বিমসটেক, বাংলাদেশ-ভারত সম্পর্ক, জাতিসংঘ
ক্যাটাগরি:
আন্তর্জাতিক, রাজনীতি, বাংলাদেশ










