চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
🔸 ভোট আয়োজন ও অংশগ্রহণ
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি কেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। চাকসুর ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন।
ভোটাররা ওএমআর ব্যালটে ভোট দেবেন, যেখানে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড। একাধিক বৃত্ত পূরণ করলে ভোট বাতিল হবে।
🔸 প্রতিদ্বন্দ্বী প্যানেল
এবারের নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, বাম সংগঠনের দ্রোহ পর্ষদ ও বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মসলিজ ও ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল, সুফিপন্থি অহিংস ঐক্যসহ স্বতন্ত্র শিক্ষার্থী জোট।
🔸 কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বিশ্ববিদ্যালয় ও আশপাশে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। দায়িত্বে রয়েছেন পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক হাজার ৫০ পুলিশ সদস্য ও ৪০ র্যাব সাইকেল ইউনিট। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীও সহায়তা করতে পারে।
ভোটারদের তিন ধাপে তল্লাশির পর ভোটকক্ষে প্রবেশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। সাংবাদিকদের জন্য গোপন ব্যালট কক্ষ ছাড়া সব জায়গায় অবাধ প্রবেশাধিকার থাকবে।
প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে।”
🔸 ভোটারদের জন্য নির্দেশনা
আজ ক্যাম্পাসে প্রবেশ করা যাবে কাটা পাহাড়, ৩ নম্বর গোডাউন ও শহীদ মিনারের দক্ষিণ আর্চওয়ে গেট দিয়ে। বৈধ আইডি কার্ড বা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ব্যাংক পে স্লিপ সঙ্গে রাখা বাধ্যতামূলক।
ভোটকক্ষে পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে। নির্ধারিত পেন ব্যবহার করে বৃত্ত পূরণ করতে হবে। অনিয়ম বা অভিযোগের ক্ষেত্রে যোগাযোগের নম্বর: ০১৮১৯৩৮৭১২২।
🔸 শাটল ট্রেন ও বাস চলাচল
ভোটের দিনে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাটল ট্রেন ১১ বার চট্টগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাচল করবে। এছাড়া থাকবে ৩০টি বাস। প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়বে চট্টগ্রাম স্টেশন থেকে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। বিকাল ৩টা, ৪টা ও ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার বাস ছেড়ে যাবে।
🔸 কমিশনের প্রত্যাশা
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “ওএমআর ব্যালট পদ্ধতির মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে। আমরা আশা করছি, শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করবেন।”












