আঞ্চলিক সংবাদ | সুতিয়া নিউজ: জটিল রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২৩ বছরের রিমা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসহায় অবস্থার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।
রিমা জানান, শিশুকালেই মাকে হারানোর পর সৎ মায়ের অবহেলা ও বাবার উদাসীনতায় তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় নিজেই হাসপাতালে ভর্তি হন তিনি। ভাইরাল ভিডিওতে বাঁচার আকুতি জানালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণিপেশার মানুষ তার পাশে এসে দাঁড়ান।
হাসপাতালের চিকিৎসকরা জানান, রিমা টাইপ-১ ডায়াবেটিস, জটিল চর্মরোগসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে। পাশাপাশি সমাজসেবা বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ সংবাদদাতা তাসলিমা রত্না প্রথমে বিষয়টি কভার করলে দ্রুত সাড়া মেলে সামাজিক মাধ্যমে। তিনি কয়েকদিন ধরে রিমার পাশে থেকে নিয়মিত আপডেট শেয়ার করায় দেশব্যাপী সহমর্মিতার ঢল নামে।
অন্যদিকে, নেত্রকোনার দুর্গাপুরে রিমার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মেয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ। তবে রিমা অভিযোগ করেন, পরিবার তাকে অবহেলা করেছে এবং এখন তারা তাকে জোরপূর্বক বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রিমার আশঙ্কা, বাড়ি নিলে তাকে মেরে ফেলা হতে পারে।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল আহমেদ বলেন,
“মেয়েটি টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। আরও কিছু জটিল রোগ রয়েছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি এবং তার পাশে আছি।”
দেশজুড়ে ভাইরাল হওয়া এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, অসহায় মানুষের পাশে সমাজের সম্মিলিত মানবিক উদ্যোগই বড় শক্তি।











