স্পোর্টস ডেস্ক | সুতিয়া নিউজ
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে। আবুধাবিতে মঙ্গলবারের ম্যাচে জয়টা এসেছে ১২ বল হাতে রেখেই। এ জয়ে ফাইনালে উঠার লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে গেল বাবর আজমের দল।
অন্যদিকে, টানা দুই হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। সুপার ফোরে তাদের পয়েন্ট শূন্য, হাতে বাকি মাত্র একটি ম্যাচ। তাই সর্বোচ্চ ২ পয়েন্ট পেলেও আর ফাইনালে খেলার সুযোগ থাকছে না। অথচ সর্বশেষ এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফরম্যাট) চ্যাম্পিয়ন দল ছিল তারাই।
ম্যাচের চিত্র
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে পাকিস্তান। মাত্র ৮০ রানে ৫ উইকেট হারায় তারা। তবে শেষদিকে মোহাম্মদ নাওয়াজ (৩৮)* ও হুসাইন তালাত (৩২)* অপরাজিত থেকে ৫৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা বড় বিপদে পড়ে। ৮০ রানেই ৬ উইকেট হারায় লঙ্কানরা। শেষদিকে কামিন্দু মেন্ডিসের ফিফটি (৫০) ভরসায় কোনো মতে ১৩৩ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় চারিথ আসালঙ্কার দল।
বোলারদের সাফল্য
পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল ছিলেন শাহীন শাহ আফ্রিদি, ৪ ওভারে ২৮ রান খরচে ৩ উইকেট নেন তিনি। এছাড়া হারিস রউফ ও হুসাইন তালাত নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৩৩/৮, ২০ ওভার (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১, রউফ ২/৩৭)।
পাকিস্তান: ১৩৮/৫, ১৮ ওভার (নাওয়াজ ৩৮, তালাত ৩২, ফারহান ২৪; ঠিকশানা ২/২৪, হাসারাঙ্গা ২/২৭)।
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হুসাইন তালাত।












