৭ নভেম্বর জাতির চেতনার জাগরণের দিন: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আজ উদ্বেগ ও অনিশ্চয়তায় ভুগছে— সবাই ভাবছে কী হবে, কী হতে পারে। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা তাকে বন্দি করে রেখেছিল। দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে এনে নতুন ইতিহাস রচনা করে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ক্ষণজন্মা পুরুষ। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের পথে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ পরবর্তী পাঁচ বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস— একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতি, ব্যর্থতা ও দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয়।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন এবং অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন। তার হাত ধরেই গার্মেন্টস শিল্প, প্রবাসী শ্রমবাজার ও রেমিট্যান্স খাত বিকশিত হয়। কৃষিতে খাল খনন, উচ্চফলনশীল বীজের প্রচলন এবং শিল্পে তিন শিফটে উৎপাদনের মাধ্যমে তিনি কর্মসংস্থানের নতুন যুগের সূচনা করেন।

মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হলেও তার দর্শন আজও বেঁচে আছে। তার প্রদত্ত বাংলাদেশী জাতীয়তাবাদ কখনও পরাজিত হয়নি। বিএনপিও পরাজিত হয়নি— বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি তারেক রহমান প্রবাসে থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল, তারেক রহমান তা অব্যাহত রেখেছেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনেই জেগে ওঠে জাতির চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন ও আদর্শ সামনে রেখে আমরা এগিয়ে যাব গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে।”

Related Posts

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।…

Continue reading
ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু