ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ড্রোন ও সিসিটিভি ক্যামেরা থাকছেনা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক-প্রস্তুতিমূলক নির্বাচনি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

ইসির দায়িত্বশীল সূত্র জানায়, সভায় অংশ নেবেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। ইতোমধ্যে সভার কার্যপত্রও প্রস্তুত করা হয়েছে।

সূত্র জানায়, কার্যপত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও বর্তমান প্রস্তুতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। তবে নির্বাচনি ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে ইসি এবার ড্রোন ও ভোটকেন্দ্রভিত্তিক সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

কার্যপত্রে প্রস্তাবিত ১০টি এজেন্ডার মধ্যে রয়েছে— তফসিল ঘোষণাপূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা, সার্বিক আইনশৃঙ্খলার কাঠামো, বিগত নির্বাচনের মূল্যায়ন, আইনশৃঙ্খলা মনিটরিং সিস্টেম লিংক, এবং ভোটকেন্দ্রে উদ্ভূত সমস্যায় দ্রুত সমন্বয় নিশ্চিত করা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ কেন্দ্রে ১৬ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন এবং মেট্রোপলিটন এলাকায় যথাক্রমে ১৫ ও ১৬ জন করে নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবারও সেই সংখ্যাই বহাল রাখার পক্ষে কমিশন।

কার্যপত্রে আরও বলা হয়েছে, তফসিল ঘোষণার আগে অবৈধ অস্ত্র রোধ ও বৈধ অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে।

বিশ্লেষকদের মতে, গত ১৫ বছরের বিতর্কিত নির্বাচনি অভিজ্ঞতার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা ও মাঠপর্যায়ের মনোবল পুনরুদ্ধার বর্তমান ইসি ও অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশনের এই আইনশৃঙ্খলা বিষয়ক প্রাক-প্রস্তুতি সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Posts

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

স্টাফ রিপোর্টার | ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা’র জন্য লন্ডনে নিতে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড তাকে ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা করলেই এয়ার…

Continue reading
জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোটের পথে সরকার: দ্রুত আইন প্রণয়নের নির্দেশ

স্টাফ রিপোর্টার | ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গণভোট আয়োজনের প্রস্তুতি দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছে। গণভোটের আইনি ভিত্তি তৈরি করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু