ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | সুতিয়া নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে বড় পদক্ষেপ আসছে। চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হবে নতুন আবাসিক হল নির্মাণের কাজ। এই হলটির নামকরণ করা হয়েছে ‘চীন-বাংলাদেশ মৈত্রী হল’।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দীন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভাপতির প্রতিনিধি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।
চীন-বাংলাদেশ মৈত্রী হলে প্রায় ১,৫০০ ছাত্রী আবাসনের সুযোগ পাবেন। ডাকসু নেতারা জানান, এ প্রকল্পের পাশাপাশি আরও দুটি নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মিলিয়ে প্রায় ৫,০০০ শিক্ষার্থী থাকার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দ্বিতীয় ধাপেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
এ ছাড়া বৈঠকে অবকাঠামো উন্নয়ন, স্কলারশিপ বৃদ্ধি, গবেষণায় সহায়তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং চীনা দূতাবাস উভয়ই এই সহযোগিতা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও টেকসই করার অঙ্গীকার ব্যক্ত করেন।












