নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেল্পার নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকার বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক সেখানে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ট্রাকের চালক ও হেল্পার।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, মরদেহ দুটি হাসপাতালে রাখা হয়েছে; এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, “দুর্ঘটনার পর ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”











