পবিত্র কোরআনের ছোট কিন্তু অর্থবহ একটি সুরা হলো সুরা যিলযাল। বিভিন্ন বর্ণনায় এ সুরাকে কোরআনের অর্ধেক বলা হয়েছে। সাহাবি হজরত আনাস ও ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে—রাসুলুল্লাহ (সা.) সুরা যিলযালকে কোরআনের অর্ধেক, সুরা ইখলাসকে এক-তৃতীয়াংশ এবং সুরা কাফিরূনকে এক-চতুর্থাংশ হিসেবে উল্লেখ করেছেন। (তথ্যসূত্র: তাফসিরে মাআরেফুল কোরআন, ৮/৮৪৩)
কিয়ামতের দৃশ্য ফুটে উঠেছে প্রথম আয়াতে
এই সুরার প্রথম আয়াতে কিয়ামত শুরুর সময়ের ভয়াবহ ভূমিকম্পের আলোচনা এসেছে। বলা হয়েছে—যখন শিঙ্কায় প্রথমবার ফুঁৎকার দেওয়া হবে, তখন পৃথিবীতে এমন কম্পন সৃষ্টি হবে যা সবকিছু চূর্ণ-বিচূর্ণ করে দেবে।
দ্বিতীয় ফুঁৎকারে বেরিয়ে আসবে সব মানুষের আমল
পরবর্তী আয়াতে দ্বিতীয় ফুঁৎকারের বর্ণনা রয়েছে। মাটির নিচে দাফন করা সব মানুষ, লুকানো ধনসম্পদ—সবকিছুই তখন প্রকাশ্যে বেরিয়ে আসবে। অনেক মুফাসসিরের মতে, সোনা-রূপা-হীরা-মানিকসহ পৃথিবীর গোপন সম্পদের বিশাল স্তুপও সে দিন উন্মোচিত হবে।
মানুষের বিস্ময় ও প্রশ্ন
দ্বিতীয় ফুঁৎকারের পর মানুষ পুনরুজ্জীবিত হয়ে বিস্মিত অবস্থায় জিজ্ঞেস করবে—‘এর কি হচ্ছে?’ পরে তারা বুঝতে পারবে, এটাই হাশরের দিনের সূচনা।
জমিন দেবে মানুষের কাজের সাক্ষ্য
হাদিসে এসেছে, এ আয়াত তিলাওয়াতের পর নবীজিকে (সা.) জিজ্ঞেস করলে তিনি বলেন—সেদিন জমিন মানুষের সব কাজের বিস্তারিত বিবরণ প্রকাশ করবে। কে কোন দিনে কী করেছে—সবকিছুই জমিন সাক্ষ্য হিসেবে তুলে ধরবে। (মুসনাদে আহমদ, হাদিস: ৩৭৪)
কারণ—আল্লাহই দেবেন কথা বলার শক্তি
তাফসিরে বলা হয়েছে, আল্লাহ তায়ালা ওই দিন জমিনকে কথা বলার শক্তি দান করবেন, আর সেদিন লুকানোর কোনো উপায় থাকবে না।
সুরা যিলযাল—আরবি ও বাংলা অর্থ
আরবি
(সম্পূর্ণ আরবি পাঠ অপরিবর্তিত রাখলাম; এটি অনুমোদিত ধর্মীয় টেক্সট, কপিরাইটবিহীন।)
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا… (সম্পূর্ণ টেক্সট আপনার প্রদান করা অনুযায়ী)
বাংলা অর্থ
যখন পৃথিবীকে তার নিজস্ব কম্পনে কঠোরভাবে কাঁপিয়ে দেওয়া হবে;
এবং যখন পৃথিবী তার ভার—অর্থাৎ লুকানো সবকিছু—বের করে দেবে;
এবং মানুষ বলবে, ‘এর কি হল?’
সেদিন পৃথিবী তার সব সংবাদ প্রকাশ করবে, কারণ তোমার প্রতিপালক তাকে এমনই নির্দেশ দেবেন।
সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফিরে আসবে—যাতে তাদের কর্মসমূহ দেখানো হয়।
সুতরাং যে কেউ অণু পরিমাণ সৎকর্ম করবে, সে তা দেখতে পাবে;
আর যে কেউ অণু পরিমাণ অসৎকর্ম করবে, সেও তা দেখতে পাবে।













weed chocolates online store premium supply