গাজীপুর প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২৫
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে স্বীকার করেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক লাইভে তিনি বিষয়টি স্বীকার করেন।
জানা গেছে, মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামে পরিচিত এই আলেম গত ২২ অক্টোবর সকালে টঙ্গীর শিলমুন এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে “অপহৃত” হন বলে দাবি করেছিলেন। পরে পরদিন পঞ্চগড় থেকে “উদ্ধার” হওয়ার খবর তিনি নিজেই গণমাধ্যমে জানান।
তবে সোমবার রাতে আলেম আতাউর রহমান বিক্রমপুরীর ফেসবুক লাইভে যোগ দিয়ে মুহিব্বুল্লাহর পরিবার জানায়, সবকিছুই তার নিজস্ব পরিকল্পনা ছিল। লাইভ চলাকালে মুহিব্বুল্লাহর ছোট ছেলে ফোনে জানায়,
“বাবা নিজেই বলেছেন— আমিই সব করেছি। পরিকল্পনা মতে পঞ্চগড়ে গিয়েছি, গুম হওয়ার অভিনয় করেছি, ঘটনাটি ভাইরাল করেছি।”
এর আগে তিনি অভিযোগ করেছিলেন যে, একদল অজ্ঞাত ব্যক্তি তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়, সেখানে হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং এর আগেও তিনি উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়। তবে পরবর্তীতে নিজ মুখে স্বীকারোক্তির পর বিষয়টি ভিন্ন মোড় নেয়।
এই ঘটনার পর ধর্মীয় ও সামাজিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে ধর্মীয় নেতৃত্বের প্রতি মানুষের আস্থা নষ্টের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন।











