নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন—“আমাদের ১০০ সিদ্ধান্তের ৯৯টি সঠিক হলেও একটিতে যদি জাতির ক্ষতি হয়, তার জন্যও ক্ষমা চাই”
স্টাফ রিপোর্টার
ঢাকা | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা অন্তত তিনবার ক্ষমা প্রার্থনা করেছি—অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও। শুধু এখন নয়, ১৯৪৭ সাল থেকে জামায়াতে ইসলামী দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই।”
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে ডা. শফিকুর রহমান জামায়াতের অতীত ভূমিকা, ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নির্বাচন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, “এই ক্ষমা আমি গোটা জাতির কাছেও চাই, ব্যক্তির কাছেও চাই। আমরা কখনো বলিনি, আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক হতে পারে, কিন্তু একটা সিদ্ধান্ত যদি ভুল হয় এবং সেই সিদ্ধান্তের কারণে জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে তার জন্য ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই।”
আগামী ফেব্রুয়ারির আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, “নির্বাচন রমজানের আগে অনুষ্ঠিত হবে। জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে বসবাস করতে পারবে।”
মতবিনিময় সভায় জামায়াতের যুক্তরাষ্ট্র শাখার নেতারা ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










