নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
ময়মনসিংহ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমারের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ চাকরি জীবনে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। তবে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন কুমার বর্তমানে ময়মনসিংহ পৌর ভূমি অফিসে কর্মরত। তার নিজ জেলা শহরের ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন কিসমত মৌজায় প্রায় ছয় একর জমিসহ নগরীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, প্লট ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব সম্পদের একটি বড় অংশ অর্জিত হয়েছে সরকারি চাকরিতে যোগদানের পর— এমন দাবি এলাকাবাসীর।
নাগরিকদের অভিযোগ, ভূমি অফিসে নামজারি, দাখিলা ও খাজনা সংক্রান্ত কাজে নিয়মিত ঘুষ নেওয়া হয়। সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না পেলে ফাইল বিলম্বিত রাখা বা হয়রানির অভিযোগও রয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, ডিসিআর বা নামজারির প্রতিবেদন পেতে ঘুষ দিতে হয় পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত।
ভালুকা উপজেলা ও এর বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় বদলি করা হয়েছিল বলে জানা যায়। স্থানীয়রা দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার সহায়তায় সরকারি জায়গা লিজ ও পজিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে জীবন কুমারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অভিযোগ পেলে তদন্ত করা হবে। সরকারি কর্মকর্তা হিসেবে কারও বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় নাগরিক সমাজ ও ভূমি সেবা গ্রহীতারা দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন।











