ময়মনসিংহ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানে অবশেষে ধরা পড়েছে ত্রিশালের তালিকাভুক্ত ও একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান (৩৫)।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানাধীন সীডস্টোর বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে আব্দুল মান্নানকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মান্নান ত্রিশাল উপজেলার বীররামপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ঘটনার পর ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।










