ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর এক ঘটনায় ছেলের হাতে বাবা-মাকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার বৈলর ইউনিয়নের বাসকুঁড়ি গ্রামের মোহাম্মদ আলী (৬৫) ও তার স্ত্রী বানু (৫৫)-কে হত্যা করে ঘরের মেঝেতে পুতে রাখে তাদের ছেলে রাজু (৩৫)।
স্থানীয় বাসিন্দা আকরাম (৪০) জানান, বুধবার রাতে মোহাম্মদ আলী তাদের সঙ্গে এশার নামাজ আদায় করেছিলেন। তবে বৃহস্পতিবার ফজর ও জোহরের নামাজে তাকে দেখা যায়নি।
আরেক প্রতিবেশী মোখলেছুর রহমান বলেন, “রাজু বখাটে প্রকৃতির ছেলে। কিছু দিন আগে সে বাবার জমি বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা নেয়। এরপর আবার টাকার জন্য বাবাকে চাপ দিচ্ছিল।”
আলামিন (৩০) নামের এক প্রতিবেশী জানান, “বৃহস্পতিবার সকালে রাজু আমাদের সঙ্গে নিয়ে তার বাবা-মাকে খুঁজতে বের হয়। বিকেল তিনটার দিকে শুনি, সে নিজেই তাদের খুন করেছে।”
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার দায় স্বীকার করেছে। সে বুধবার দিনের বেলা মাকে গলা চেপে ও রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে কুড়াল দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করে। পরে লাশ দুটি ঘরের মেঝেতে পুতে রাখে।”
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।










