নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ অক্টোবর ২০২৫
রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন,
“সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে একদল চোর দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ জানিয়েছে দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। তবে দাবির সত্যতা যাচাই চলছে।”
তিনি আরও জানান, দোকান ও মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির টিমও কাজ করছে। “আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব,” বলেন তিনি।
সিসিটিভি ফুটেজে দুই চোরের উপস্থিতি
পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে বোরকা পরিহিত দুই ব্যক্তি দোকানটির তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
মালিকের দাবি
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন,
“আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজের, আর ১০০ ভরি বন্ধকি স্বর্ণ। এছাড়া ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।”
তিনি আরও বলেন,
“প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের ফোনে খবর পাই দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব কিছু নিয়ে গেছে।”
এ ঘটনায় রমনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
| ছবি: সংগৃহীত | সূত্র: ডিএমপি










