নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক বছরের পথচলা শেষে এক অনন্য অর্জনের দিগন্তে পৌঁছেছে দৈনিক প্রলয়। প্রতিষ্ঠার শুরু থেকে পাঠকের আস্থা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যে দেশের পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে দেখি আমাদের সাফল্যের গল্প, পাঠকের ভালোবাসা এবং আগামী দিনের স্বপ্ন।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
দৈনিক প্রলয় পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫ ঘটিকায় পত্রিকাটির হল রুমে কেক কাটার মাধ্যমে সফলতা কামনার উদ্দেশ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা। সঞ্চালনায় ছিলেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহম্মদ মাসুদ, এবং আরও অনেকে।
এক বছরের পথচলা
গত এক বছরে দেশ ও জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক প্রলয় ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। গ্রামীণ জনপদের সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের বড় ঘটনা—সবই নিরপেক্ষ ও সাহসী ভঙ্গিতে প্রকাশ করেছে এই পত্রিকা। দুর্নীতি, অনিয়ম, সামাজিক বৈষম্য ও জনগণের ন্যায়বিচারের প্রশ্নে সবসময় সোচ্চার থেকেছে।
আগামী দিনের অঙ্গীকার
প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উৎসব নয়—এটি নতুন দায়িত্ব ও নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে আরও শক্তিশালী, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশ ও জাতির পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। পাঠকের আস্থা নিয়েই দৈনিক প্রলয় এগিয়ে যাবে নতুন আলোর পথে, নতুন অঙ্গীকারে।










