ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দকে জোর করে চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) হালিমের ছেলে মো. শহীদ মিয়া আকন্দ থানায় বাদী হয়ে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’-এর একজন সদস্যসহ সাতজনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে মামলা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, যারা চুল কেটেছে, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাদী শহীদ মিয়া আকন্দ বলেন, “আমার বাবা কারো সঙ্গে কখনো অন্যায় করেননি। চুল-দাড়ি ছোট রাখবেন নাকি বড় রাখবেন, এটি তার ব্যক্তিগত বিষয়। যা করা হয়েছে, তা অন্যায় এবং আমরা এর বিচার চাই।”
হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করেন, “জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। আমি তাদের বিচার চাই।”
হালিম উদ্দিন আকন্দ তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানসিকভাবে সম্পূর্ণ সচেতন এবং দীর্ঘ ৩৪ বছর ধরে মাথার চুলে জট রেখেছেন। স্থানীয়ভাবে তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরান (র.) এর ভক্ত এবং বর্তমানে ফকিরি জীবনযাপন করছেন।
ঘটনাটি কোরবানির ঈদের আগে কাশিগঞ্জ বাজারে ঘটে, তবে সম্প্রতি এ ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আঞ্চলিক সংবাদ











