প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও ব্যবহার্য জিনিসপত্র ফেরত দিতে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সেলিম আল দীনের ভাতিজা ও ‘সেলিম আল দীন কেন্দ্র’র সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রর পক্ষে বৃহস্পতিবার ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
অভিযোগের বিস্তারিত
নোটিশে অভিযোগ করা হয়েছে, প্রয়াত নাট্যকারের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস তাঁর অর্জিত মূল্যবান দ্রব্য, পদক-পুরস্কার, নাটক ও গবেষণার পাণ্ডুলিপি নিজেদের কাছে রেখেছেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এই সবকিছু আসলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু সংরক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে গবেষক, অনুরাগী ও দর্শনার্থীরা সেলিম আল দীনের স্মৃতিচিহ্ন থেকে বঞ্চিত হচ্ছেন।
ফেনীর জাদুঘরে রাখার উদ্যোগ
২০০৯ সাল থেকে ফেনীতে ‘সেলিম আল দীন কেন্দ্র ও মিউজিয়াম’ চালু রয়েছে। সেখানে নিয়মিত দর্শনার্থীরা গেলেও নাট্যাচার্যের পদক ও ব্যবহার্য দ্রব্য প্রদর্শনের ব্যবস্থা নেই। নোটিশে এসব সামগ্রী দ্রুত ওই জাদুঘরে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
ফেরত না দিলে ব্যবস্থা
নোটিশে ১৫ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জিনিসপত্র ফেরত না দিলে উচ্চ আদালতে রিটসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নাট্যাচার্যের অবদান
সেলিম আল দীন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হন। অসংখ্য নাটক রচনার মধ্য দিয়ে তিনি পেয়েছিলেন ‘নাট্যাচার্য’ উপাধি।











