ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সারাদেশের পূজামণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এবার মোট ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন থাকছেন দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য।
নিরাপত্তা মোতায়েন শুরু ২৪ সেপ্টেম্বর
আনসার ও ভিডিপি সদর দপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট নয় দিন এসব সদস্য পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।
গুরুত্বভেদে সদস্য সংখ্যা
অতি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে: ৮ জন সদস্য
গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে: ৬ জন সদস্য
সাধারণ পূজামণ্ডপে: ৬ জন সদস্য
বিশেষ টিম ও প্রযুক্তি ব্যবহার
শুধু মণ্ডপ নিরাপত্তাই নয়, পাশাপাশি ৬৪ জেলায় গঠন করা হয়েছে ৯২টি “আনসার স্ট্রাইকিং ফোর্স টিম”। প্রতিটি টিমে থাকবেন ৬ জন সদস্য, যারা যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করবেন।
এবার প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি নির্ভর “শারদীয় সুরক্ষা অ্যাপস”। এর মাধ্যমে দুর্ঘটনা বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক রিপোর্ট পাঠানো যাবে।
এর পাশাপাশি, নবসংযোজিত AVMIS সফটওয়্যার এর মাধ্যমে সব সদস্যের রেজিস্ট্রেশন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হচ্ছে। উৎসবকালীন দায়িত্ব পালনে যথাযথতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাহিনীর STDM সফটওয়্যার প্রবর্তন করা হয়েছে।
পাশাপাশি, গুজব প্রতিরোধ ও অশুভ শক্তি মোকাবিলায় ডিউটিরতদের জন্য চালু করা হয়েছে ইনসিডেন্ট রিপোর্ট কার্যক্রম, যা নিরাপত্তার পরিধি আরও বাড়াবে। এছাড়া দক্ষ ও যোগ্য সদস্য-সদস্যা বাছাইয়ে সর্বস্তরে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দায়বদ্ধতায় যেকোনো প্রভাবমুক্ত রাখার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মহাপরিচালকের আশাবাদ
বাহিনীর মহাপরিচালক (ডিজি) আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন—
“বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের শারদীয় দুর্গাপূজায় গৃহীত সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পূজা উৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপন সম্ভব হবে বলে আমরা আশাবাদী। একই সঙ্গে, আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশের সব নাগরিকের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”










