স্টাফ রিপোর্টারঃ নেপালে’র নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে’র প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তিনি কার্কি’র নেতৃত্বে নেপালে’র অগ্রগতি ও গণতান্ত্রিক যাত্রা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
ড. ইউনূস তাঁর অভিনন্দন বার্তায় বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক জোরদা’র হলে আঞ্চলিক শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির প্রতি নেপালের জনগণে’র আস্থা ও সমর্থন অব্যাহত থাকবে বলে বিশ্বাস ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় বাংলাদেশে’র প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও নেপালের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বহুমুখী সহযোগিতার মাধ্যমে আরও বিস্তৃত হবে।
প্রধানমন্ত্রী হওয়া’র পর সুশীলা কার্কি দক্ষিণ এশিয়া’র প্রথম নারী হিসেবে এ পদে আসীন হয়েছেন। তাঁর প্রতি শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস বলেন, “এটি নারী নেতৃত্বের জন্য একটি বড় অর্জন এবং সমগ্র অঞ্চলের জন্য গর্বের বিষয়।”











