ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে’র ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা ওপৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দলীয় ঐক্যের বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলেক চাঁন দেওয়ান,মোশাররফ হোসাইন মিলন,মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,আনিসুজ্জামান মৃধা,আব্দুল আউয়াল ফরাজী,জিয়াউল হাসান জামিল ওআব্দুল মতিন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে’র আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পী’রা সংগীত পরিবেশন করেন। নেতৃবৃন্দ মনে করেন, এ আয়োজন তৃণমূল পর্যায়ে দলের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।











