স্টাফ রিপোর্টার | ঢাকাঃ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে’র সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী যে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে, তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি স্ট্যাটাসে তিনি এ অনুভূতির কথা জানান।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদে’র নিবিড় পর্যবেক্ষণে’র মধ্যে রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যে আন্তরিকতা দেখাচ্ছেন, তা পরিবারের জন্য বড় সান্ত্বনা।

তারেক রহমান লেখেন, বেগম জিয়ার প্রতি দেশবাসীর দোয়া ও সমর্থনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।
তিনি আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্বে’র সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করছেন। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি দেশের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
স্ট্যাটাসে নিজের মায়ের পাশে থাকার ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি লিখেন, এমন পরিস্থিতিতে মায়ের কাছে থাকার ইচ্ছা স্বাভাবিক, কিন্তু বাস্তবতার কারণে তা করতে পারছেন না। তিনি জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে’র বাইরে এবং রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হলে দেশে ফেরার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক অবনতির পর তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানান, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
তবে উনার কথায় পরিস্কার কোন আবাস পাওয়া যায়নি দেশে ফেরার ব্যপারে।









