সংস্কার ইস্যুতে রাজনৈতিক জোটগুলোর মধ্যে মতবিরোধ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে সবার সঙ্গে একমত হতে হবে—তবেই ঠিক। কিন্তু বিএনপি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, তাহলে সেটা বেঠিক! এটি তো গণতন্ত্র হলো না।”
১৭ বছর পর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব এবং মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় ও শেষ পর্ব প্রকাশ করেছে বিবিসি বাংলা।
দ্বিতীয় পর্বে তারেক রহমান সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক, ওয়াল ইলেভেন, এবং সাম্প্রতিক রাজনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
সাক্ষাৎকারে সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির মতপার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “আমাকে যদি অন্যের সঙ্গে একমত হতে হয়, তবেই গণতন্ত্র—আর আমি যদি ভিন্নমত দিই, তাহলে গণতন্ত্র নয়—এ কেমন গণতন্ত্র? গণতন্ত্রের মানেই তো বিভিন্ন মত থাকবে। সব ব্যাপারে একমত হওয়া সম্ভব নয়; কিছু বিষয়ে দ্বিমত থাকবেই—এটাই তো গণতন্ত্রের মূল বিষয়।”
তিনি আরও বলেন, “সংস্কার ইস্যুতে আমরা কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যা মনে করি ঠিক নয়, সেটি খোলাখুলিভাবে বলছি।”
রাষ্ট্র মেরামত ও সাংবিধানিক সংস্কার বিষয়ে তারেক রহমান বলেন, “যে বিষয়গুলো এখন সংস্কারের কথা বলা হচ্ছে—যেমন একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এই বিষয়গুলো স্বৈরাচারী আমলে বিএনপিই প্রথম উচ্চারণ করেছিল। তখন যারা আজ সংস্কারের কথা বলছেন, তারা তখন ‘সংস্কার’-এর ‘স’-টিও বলেননি।”
👉 এই সাক্ষাৎকারের মাধ্যমে দীর্ঘদিন পর রাজনৈতিক সংস্কার, নেতৃত্ব কাঠামো ও গণতন্ত্রের চর্চা নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান।










