ঢাকা, বৃহস্পতিবার (১৩ নভেম্বর):
সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতি বার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন অধ্যাপক আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (Distinguished Professor)। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়, যার সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই সনদ প্রণয়নসহ নানা রাজনৈতিক সংস্কার ও সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গত৩১ অক্টোবর কমিশনটির মেয়াদ শেষ হয়।











