বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ও হল নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কারণে আগামী ০৮ সেপ্টেম্বর রাত ০৮টা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ০৬টা পর্যন্ত ক্যাম্পাসে সাধারণ মানুষে’র প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্দিষ্ট প্রবেশপথে নিয়ন্ত্রণ
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো-শাহবাগ,দোয়েল চত্বর,শিববাড়ি মোড়,পলাশী,ফুলার রোড,উদয়ন স্কুল ও নীলক্ষেত-এই সময় নিয়ন্ত্রণে থাকবে। শুধুমাত্র শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বৈধ বিশ্ববিদ্যালয় আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। শিক্ষক-কর্মচারীদের পরিবারে’র সদস্যরা প্রয়োজনে সংশ্লিষ্ট আইডির ফটোকপি দেখিয়ে প্রবেশাধিকার পাবেন।
জরুরি সেবায় ছাড়
নিষেধাজ্ঞা’র সময় জরুরি ও অপরিহার্য সেবা’র আওতায় থাকা যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স,রোগীবাহী গাড়ি, চিকিৎসক,আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের অফিসিয়াল স্টিকারযুক্ত গাড়ি প্রবেশের অনুমতি পাবে। তবে অন্য কোনো ধরনের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
প্রোক্টর অফিস থেকে অনুমতিপত্র
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে এ সময়ে সর্বদা আইডি কার্ড বহন করার অনুরোধ জানানো হয়েছে। বহিরাগত বা পরিবারের সদস্যদে’র জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলে প্রোক্টর অফিস থেকে বিশেষ অনুমতি পত্র সংগ্রহ করতে হবে।
নির্বাচনকে ঘিরে সতর্কতা
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা’র জন্যই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা টিম সর্বক্ষণ দায়িত্ব পালন করবে।










