ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, যদি ডা. তাসনিম জারার মতো নারীরা বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে অংশগ্রহণ করতে পারেন, তাহলে অযোগ্য ও কুখ্যাতদের স্থান দেশে আর থাকবে না।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি মুহূর্তের জন্যও বিশ্বাস হয় না যে, এক আওয়ামী সমর্থক তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিচাপ দিয়েছে। কিন্তু তিনি তা সহ্য করে চুপচাপ চলে গেছেন। সারজিস বলেন, “আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি।”
তিনি আরও লেখেন, ডা. তাসনিম জারা বিদেশে সুস্থ, স্বচ্ছন্দ জীবন উপেক্ষা করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য ফিরে এসেছেন। সেই সাহস ও সৎ মনোভাব থাকা সত্ত্বেও তাঁকে প্রাপ্য সহযোগিতা বা সম্মান দেওয়া হচ্ছে না।
সারজিস আলম উল্লেখ করেন, যারা দেশকে পরিবর্তনের দিকে এগোতে চান, বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে কিছু করতে চান, যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান—তাদেরকে ঘৃণা, গালি ও হেয় করা হচ্ছে। তিনি সতর্ক করেন, “যেদিন আমরা ডা. তাসনিম জারার মতো মানুষদের রক্ষা করতে পারবো না, এবং তারা দেশে থেকে চলে যাবে, সেদিন থেকেই বাংলাদেশের অবনতির শুরু।”
তিনি সবাইকে আহ্বান জানান, আগামীর বাংলাদেশে ক্ষমতাহীন, অযোগ্য ও কুখ্যাতদের স্থান না দিয়ে যোগ্য নারী নেতৃত্বকে প্রটেক্ট করতে হবে।










